হামাস–ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “দ্বিতীয় ধাপের প্রস্তুতি এগিয়ে চলছে, খুব শিগগিরই এটি কার্যকর হবে।

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এরই মধ্যে অন্তত ৫০০ বার চুক্তি ভঙ্গ করেছে, এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এসব হামলায় যুদ্ধবিরতির সময়ও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হন। ইসরায়েলের দাবি—হামাসের যোদ্ধারা নাকি তাদের সেনাদের লক্ষ্য করে আক্রমণ করেছিল, সে কারণেই পাল্টা হামলা চালানো হয়েছে।

এই ঘটনার পর ট্রাম্প বলেন, আজ একটি বিস্ফোরণে কিছু মানুষ গুরুতর আহত হয়েছে, কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছেন। তবুও যুদ্ধবিরতির প্রক্রিয়া চলছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল। সাধারণ মানুষ হয়তো তা বুঝতে পারছেন না।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হতে যাচ্ছে হামাসের হাতে থাকা শেষ দুই জিম্মিকে ফেরত দেওয়ার মধ্য দিয়ে। এর মধ্যে একজন থাইল্যান্ডের নাগরিক। তবে ইসরায়েলের টালবাহানার কারণে দেরি হচ্ছে বলে অভিযোগ হামাসের।

এখনও দ্বিতীয় ধাপের বিষয়ে পক্ষদ্বয়ের আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এর কাঠামো তৈরি করেছে। এই ধাপ কার্যকর হলে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার গঠনের কথা রয়েছে, যা প্রশাসনিক দায়িত্ব নেবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন করে যুক্ত হবে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী—হামাসের জায়গা নিয়ে।