চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন, তখনই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। তিনি আশা করছেন, সবকিছু ঠিক থাকলে বেগম জিয়া রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করবেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমা বাদ রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে। কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটি কিছুটা দেরিতে ঢাকায় পৌঁছাবে, তাই খালেদা জিয়ার বিদেশ যাত্রা এক দিন পিছিয়েছে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

তিনি আরও জানান, বেগম জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, ইনশাআল্লাহ রোববার তিনি লন্ডনের জন্য রওনা দেবেন।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানানো হয়েছিল, শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকায় পৌঁছেছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়া হবে।