শীতের শুষ্কতায় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় অষ্টম
হেমন্ত বিদায় নিয়ে শীতের শুষ্ক মৌসুম শুরু হতেই ফের দূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৮২। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল অষ্টম।
আরও পড়ুন: জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা
যদিও আগের কয়েক দিনের তুলনায় বায়ুদূষণের মাত্রা সামান্য কমেছে, তবুও এই মান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দীর্ঘদিন বৃষ্টি না হওয়া, নির্মাণকাজের ধুলা এবং শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেড়েই চলেছে।
আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় একই সময়ে ২৮৫ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এরপর রয়েছে চীনের উহান (২৫১), ভারতের কলকাতা (২২৭), চীনের হ্যাংজু (২০৫) এবং বেইজিং (২০১)।
আরও পড়ুন: সন্ত্রাসীদের জামিন নিয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ জানিয়েছেন আইন উপদেষ্টা
দক্ষিণ এশিয়া ও চীনের বড় শহরগুলোতে শুষ্ক মৌসুমে বৃষ্টির অভাব এবং ধূলিকণার আধিক্যের কারণে বায়ুমানের উল্লেখযোগ্য অবনতি লক্ষ্য করা যাচ্ছে।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে তা ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’ এবং ১০১–১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১–২০০ স্কোর সরাসরি ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
একিউআই ২০১–৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে, এ সময় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর স্কোর ৩০১ ছাড়ালে পরিস্থিতিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।





