ওসমান হাদিকে নিয়ে পোস্ট, ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লাখের বেশি ফলোয়ার থাকা পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি অভিযোগ করেন, সংঘবদ্ধভাবে রিপোর্ট করার মাধ্যমে তার পেজটি অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
আসিফ মাহমুদ দাবি করেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে।’ তিনি জানান, হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই একযোগে স্ট্রাইক পড়ে।
তার ভাষ্য অনুযায়ী, এসব সমন্বিত রিপোর্ট ও স্ট্রাইকের কারণেই ৩০ লাখের বেশি ফলোয়ারসমৃদ্ধ তার ভেরিফায়েড অফিশিয়াল পেজটি ফেসবুক কর্তৃপক্ষ অপসারণ করেছে।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করছেন।





