পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ জানুয়ারির পর

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২১ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং বিশেষ কিছু শ্রেণির নাগরিকদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে।

ইসি সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এবার এই পদ্ধতির মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটাররা তাদের ঠিকানায় ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে সংগ্রহ করে ২১ জানুয়ারির পর অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনার প্রদত্ত ঠিকানায় ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে ব্যালট সংগ্রহ করে ২১ জানুয়ারির পর অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করুন।

ইসির তথ্যমতে, দেশের তিন শ্রেণির নাগরিক—সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এই পোস্টাল ব্যালটের আওতায় ভোট দেবেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগে অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

এবার এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। এটি দেশের নির্বাচনী ইতিহাসে প্রবাসী ভোটার ও বিশেষ শ্রেণির নাগরিকদের জন্য আয়োজনকৃত সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।