নিউজিল্যান্ডে সমুদ্র সৈকতে আটকে পড়ে ৫০০ পাইলট তিমির মৃত্যু
৩:২৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবারনিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপপুঞ্জে একদল পাইলট তিমি আটকে পড়েছিল, পড়ে এদের মধ্যে প্রায় ৫০০ তিমি মারা গেছে। সরকার মঙ্গলবার বলেছে, ওই জলসীমায় ব্যাপক হাঙ্গরের উপস্থিতির কারণে উদ্ধার প্রচেষ্টা বাতিল করা হয়েছে।কনজারভেশন বিভাগ জানিয়েছে, দু’টি দ্বীপ...