আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Sanchoy Biswas
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ৪:০৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১ টায় পটুয়াখালী সদর রোডস্থ বিএনপি কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল এ মিছিলের আয়োজন করে।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিজান।

সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

মিছিলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান মতি ও সদস্য সচিব আবু তাহের, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুর রহমান রানা ও সদস্য সচিব মো. আরিফ।

নেতারা তাদের বক্তব্যে বলেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নিন্দা জানিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণকে রাজপথে নামার আহ্বান জানান।

মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।