বগুড়ায় ইউপি মেম্বারসহ আওয়ামী ২ নেতা গ্রেফতার

বগুড়ায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গাবতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য চকবোচাই গ্রামের মৃত আজাহার আলী ফকিরের ছেলে আশরাফ আলী ফকির (৫৫),বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কালাইহাটা গ্রামের আফজাল হোসেনের ছেলে আক্তারুজ্জামান দুলু (৫০) ও নেপালতলী ইউনিয়নের কদমতলী তাইরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিউটনকে (২৯) গাবতলী মডেল থানা পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়,বগুড়া জেলা বিএনপি'র নেত্রী ও গাবতলী উপজেলা মহিলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনির দায়েরকৃত মামলায় ২ ইউপি সদস্য আওয়ামী লীগ নেতাসহ ১ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত আসামীদেরকে চালান করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে,উক্ত আসামিদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।