নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ: চালক গ্রেপ্তার, হেলপার পলাতক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ, তবে হেলপার এখনো পলাতক।
সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এনাতাবাদ এলাকার ভাঙ্গারপুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই তরুণী স্থানীয়ভাবে পরিচিত একটি বাস ‘মা এন্টারপ্রাইজ’-এ করে বাড়ি ফিরছিলেন। বাসে যাত্রী কম থাকায় এক পর্যায়ে তাকে একা পেয়ে চালক ও হেলপার ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
আরও পড়ুন: সাদাপাথর খেকুরা শনাক্ত, শীঘ্রই আইনি ব্যবস্থা
চিৎকার শুনে স্থানীয়রা বাস থামিয়ে চালককে আটক করেন। তবে হেলপার দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাসচালককে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী তরুণী (বয়স ২১) রাতেই নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন মঙ্গলবার চালক মো. সাব্বির মিয়াকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের বাসিন্দা। পলাতক হেলপার লিটন মিয়া (২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
বাসটি বর্তমানে নবীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম সাজেদুর রহমান, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি মো. জহিরুল ইসলাম এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “ভিকটিমকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং পলাতক হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এই মর্মান্তিক ঘটনায় নবীগঞ্জসহ গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।