রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও এগোবে: গভর্নর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৪ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনীতি আরও ভালোভাবে এগিয়ে যাবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টে ‘এমএফআই-ব্যাংক লিংকেজ’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

টাকা পাচার রোধ ও ফেরত আনার অগ্রগতি সম্পর্কে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বেশ কিছু গ্রুপ অব কোম্পানির ক্লেম প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সফল হলে দ্রুত ইতিবাচক ফল পাওয়া যাবে।

এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ও ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্যরা।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা