আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত জবির অস্থায়ী হলে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ২১ মে ২০২৫ | আপডেট: ৩:০৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অস্থায়ী ছাত্রহলে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা আগামী ২৭ই মে তারিখ পর্যন্ত অনলাইন ও অফলাইনে আসন বরাদ্দ পেতে আবেদন করতে পারবে।

মঙ্গলবার (২০ই মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৩ দিন ব্যাপী নবীনবরণের আয়োজন করলো রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে প্রাথমিকভাবে ৫০০ (পাঁচশত) জন ছাত্রের আবাসনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচ (২০২৩-২৪) ১ম বর্ষের আগ্রহী ছাত্রদের চলতি মাসের ২৭ তারিখের মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফর্মে আবেদন করতে বলা হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার পোর্ট কনটেইনার রোডে একটি ১০তলা ভবন অস্থায়ী আবাসন হিসেবে বরাদ্দ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগে গতবছরের ১০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আস-সুন্নাহ ফাউন্ডেশন এ–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রজেক্ট এলাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করবে। পর্যায়ক্রমে এই সংখ্যা ৫ হাজার শিক্ষার্থীতে উন্নীত করা হবে।

আরও পড়ুন: রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

ফাউন্ডেশনটি জানায়, এই প্রকল্পে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। প্রাথমিকভাবে একজন শিক্ষার্থী ১ বছরের জন্য হলে থাকার সুযোগ পাবেন। পরবর্তীতে তা ধাপে ধাপে বর্ধিত করা হবে। অস্থায়ী এই আবাসনে থাকবে আধুনিক লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, আইইএলটিএস কোর্স ও বিভিন্ন সফট স্কিল প্রশিক্ষণের সুবিধা।