খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

ছবিঃ সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে নেত্রকোণায় মিলাদ মাহফিল করেছে জেলা যুবদল।
শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে সাতপাই এলাকার জামেয়াতুশ শহিদ মাদ্রাসায় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকতের নেতৃত্বে জেলা যুবদলের ব্যানারে এই মিলাদ মাহফিল হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
এসময় জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম রানা, সাবেক শ্রম বিষয়ক সহ-সম্পাদক আরিফুল ইসলাম, জাসাসের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক ভুইয়া বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম ইসলামসহ, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ ও উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।