প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো সরকারের নজরে এসেছে।
সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সচিব কমিটি মনে করছে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে। সারাদেশে ৬৫,৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অধিকাংশে প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব নয়।
ক্লাস্টার ভিত্তিক নিয়োগ প্রদানের ক্ষেত্রে একই শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে যুগপৎ দায়িত্ব পালন করতে হবে। এর ফলে কর্মঘণ্টা ম্যানেজ করা সম্ভব হবে না বলে সচিব কমিটি উল্লেখ করেছে।
আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য
পরবর্তীতে অর্থের সংস্থান-সাপেক্ষে সকল স্কুলে নতুন বিষয়ের শিক্ষকের পদ সৃজন এবং সেসব পদে নিয়োগ প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কমিটি অভিমত প্রকাশ করেছে।





