প্রাথমিক শিক্ষকেরা মঙ্গলবারের বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেন
তিন দফা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল মঙ্গলবারের বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এ ঘোষণা দেয়। পরিষদের অন্যতম দুই আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ ও মু. মাহবুবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
তারা জানান, দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আগামীকালও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশে সব বিদ্যালয়ে আজ স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালিত হয়েছে। দাবি পূরণ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তিন দফা দাবি আদায়ে গত ২৭ নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন করছেন। এর অংশ হিসেবে সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক বা তৃতীয় প্রান্তিক পরীক্ষাও বর্জনের ডাক দিয়েছেন তারা।
আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে সারাদেশে অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা না হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও কোথাও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে তিন দফা দাবিতে সহকারী শিক্ষকরা যে ‘লাগাতার’ কর্মবিরতি পালন করছেন, সেটিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’র পরিপন্থি বলে উল্লেখ করে অবিলম্বে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানায়। মন্ত্রণালয় আরও হুঁশিয়ার দিয়েছে, পরীক্ষা কার্যক্রমে শিক্ষক বা কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।





