এবার আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তথ্য মন্ত্রণালয় এক বছরে ১০টি ভারতীয় ছবি বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছিল। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। এবার আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সম্প্রতি বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ছবিটি।

এর আগে ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ মুক্তি পেলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া ফেলতে পারেনি। অন্যদিকে, সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি গত ঈদুল ফিতরে ভারতীয় বক্স অফিসেই তেমন সুবিধা করতে পারেনি।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি প্রযোজনা করেছে সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস (এসকেএফ)। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। আরও অভিনয় করেছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেন ফরহাদ সামজি।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’