ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় ভারতের ৪টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৩০ অক্টোবর) জো বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। খবর রয়টার্সের।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভারতের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবারই প্রথম নয়।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিলেও বাণিজ্যিক ক্ষেত্রে ঘায়েল করার জোর চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি রাশিয়াকে সহায়তা করা তৃতীয় কোনো দেশকেও ছাড় দিচ্ছে না জো বাইডেন সরকার।
সেই পথ ধরেই সম্প্রতি রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্কটিক এলএনজি-২ প্রকল্পে জড়িত থাকায় ভারতীয় দুই শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার আরও কঠিন পদক্ষেপ নিল দেশটির সরকার।
রয়টার্সের প্রতিবেদন মতে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতায় বুধবার কয়েকটি দেশের শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, নতুন করে ১২টিরও বেশি দেশের প্রায় ৪০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রাশিয়ার পাশাপাশি চীন, হংকং, ভারত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান রয়েছে।
নিষেধাজ্ঞার উদ্দেশ্য নিয়ে মন্তব্য করতে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘এটি (নিষেধাজ্ঞা) এই দেশগুলোর সরকার ও বেসরকারী খাতগুলোকে একটা গুরুতর বার্তা দেবে। বার্তাটা হল রাশিয়ার বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করলে তার মোকাবিলা এবং ইউক্রেনে যুদ্ধের ইতি টানতে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে মার্কিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’