আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন
ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাস।
ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন দমনে বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা ও ব্যাপক দমন-পীড়নের অভিযোগে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইইউ।
আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের
এ বিষয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউভুক্ত ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের বিষয়ে কাজা কালাস বলেন, “দমন-পীড়নের বিষয়ে কোনো ছাড় দেওয়া ইইউ’র নীতির পরিপন্থী। যে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নিজের জনগণের ওপর গুলি চালায় ও হাজার হাজার মানুষ হত্যা করে, তারা আসলে নিজেদের ভবিষ্যৎ ধ্বংসের পথেই হাঁটে।”
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইলও এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ইরানে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ রক্তপাত আমরা দেখেছি, তার প্রতিবাদ হিসেবেই এই পদক্ষেপ। আন্দোলন দমনের নামে তেহরান যে নিষ্ঠুরতা দেখিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে ইরান ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্পর্কে আরও টানাপোড়েন সৃষ্টি হতে পারে। একই সঙ্গে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার পথও খুলে গেল।





