যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীর আহমেদের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ৫:১৭ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার নামে থাকা দুটি স্থাবর সম্পত্তি ও দেশ-বিদেশে ব্যাংক হিসাব ক্রোক এবং ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে দায়ের করা আবেদনে উল্লেখ করেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

আবেদনে আরও বলা হয়, নিউইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে বেনজীরের নামে থাকা প্রতিটি ২ লাখ ১৫ হাজার ডলার মূল্যের দুটি স্থাবর সম্পত্তি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা দুটি ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা দুটি ব্যাংক অ্যাকাউন্ট তদন্তাধীন মামলার আলামত হিসেবে জব্দের প্রয়োজন রয়েছে। কারণ, আসামি তার বা আত্মীয়স্বজনের নামে থাকা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

তথ্য অনুযায়ী, এসব সম্পদ তিনি পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে অবৈধভাবে অর্জন করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আদালত যাচাই-বাছাই শেষে দুদকের আবেদনের পক্ষে আদেশ প্রদান করেন।

এই মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং দুদক সূত্রে জানা গেছে, দেশে ও বিদেশে বেনজীর আহমেদের আরও সম্পদের খোঁজে অনুসন্ধান অব্যাহত রয়েছে।