বিমানবন্দর অগ্নিকাণ্ডে ফ্লাইট বিপর্যয়ের মাশুল সরকার মওকুফ করবে: বাণিজ্য উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে ফ্লাইট চলাচলে বিপর্যয় দেখা দেয়। এই বিপর্যয়ের মাশুল সরকার মওকুফ করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো (৮ নম্বর) গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। যত অভিযোগ আসছে, সবগুলো আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে। শুরুতে মালামাল সরানোর মতো পরিস্থিতি ছিল না, এখন তদন্তের কাজ এগিয়ে যাচ্ছে। দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ করে দেবে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আমদানি পণ্য রাখার অংশে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জামসহ বেশ কিছু পণ্য পুড়ে যায়।

ঘটনার পরপরই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল