তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোনো আপত্তি নেই: প্রেস সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
পোস্টে তিনি জানান, তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য—যে দেশে ফেরার সিদ্ধান্ত বর্তমানে তাঁর একক নিয়ন্ত্রণে নেই—এ নিয়ে যোগাযোগ করলে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে প্রেস সচিব বলেন, “তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।”
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
এর আগে লন্ডন থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে তারেক রহমান মায়ের শারীরিক অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছিলেন, মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতা ও পরিস্থিতি তাঁকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। পরিস্থিতি অনুকূলে আসলেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





