চার গুণী নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ বছর রোকেয়া পদকের জন্য মনোনীতদের মধ্যে আছেন— নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
আরও পড়ুন: আইজিপি ও ডিএমপি কমিশনার পরিবর্তনে নানা গুঞ্জন
দিবসটি ঘিরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা রোকেয়া সাখাওয়াত হোসেনের আদর্শ তুলে ধরে নারী উন্নয়নে তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।





