বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৮ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণকালে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে।”

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হিসেবে আয়োজন করা হয়।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে আমি তার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। আমি প্রায়ই বলতাম, বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি, উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়, তাহলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার অসাধারণ ব্যক্তিত্বের মধ্যে ছিলেন সততা, দৃঢ়প্রতিজ্ঞতা, আত্মত্যাগ এবং দেশপ্রেম। “উনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। পরম সহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।”

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক নজরুল বলেন, “আল্লাহর কাছে হাজার শোকর যে আজ আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারছি। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ঘৃণা ও ভালোবাসা উভয়ই প্রকাশ করতে পারছে। এজন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।”

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।