এবার ভোট দিয়েই জিততে হবে, কোনো ‘দুই নম্বরি’ পদ্ধতির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবার ভোট দিয়েই জিততে হবে—জেতার জন্য কোনো ধরনের দুই নম্বরি পদ্ধতির সুযোগ নেই।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে
মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও এমন কিছু করা হবে না।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তাহলে তার ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, “এটি শুধু গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচন নয়। এই নির্বাচনের সঙ্গে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত।
তিনি আরও বলেন, সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গেও এই নির্বাচন সম্পৃক্ত। তাই এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়, সবাইকে এর গুরুত্ব উপলব্ধি করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ভয়ভীতি, ত্রাস কিংবা মব—কিছুই যেন আমাদের দায়িত্ব পালনে বাধা না হতে পারে।
সভায় উপস্থিত কর্মকর্তারা
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
* ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান
* পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার
* সহকারী রিটার্নিং কর্মকর্তা
* বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)
* জেলা পর্যায়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা





