তারেক রহমানের দেশে ফেরার দিন, বিএনপির জন্য বিশেষ ট্রেনের অনুরোধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৪ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আগমন সহজ করতে বিএনপি বিশেষ ট্রেন ও বগি রিজার্ভের আবেদন করেছে।

বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এ বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সারাদেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র ও সাধারণ নেতাকর্মী ঢাকায় আগমন করবেন। তাদের সুবিধার্থে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন/অতিরিক্ত বগি রিজার্ভ করা হবে।

আরও পড়ুন: ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে উত্তাল শাহবাগের জনসমুদ্র

বিএনপি চেয়েছে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করা হোক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

উল্লেখ্য, তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখান থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন।

আরও পড়ুন: প্রার্থীদের অস্ত্রে সহিংসতা বাড়ার শঙ্কা