আজ শুভ জন্মাষ্টমী: শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তদের ঢল মন্দিরে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ সারা দেশে পালন করা হচ্ছে সনাতন  ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দিনটি হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র।

ভোর থেকে মন্দিরগুলোতে পূজা-অর্চনা, নামসংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশের মন্দিরগুলোতে আলোকসজ্জা, ধর্মীয় শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: নুসুক অ্যাপ এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে

ধর্মীয় নেতারা বলছেন, জন্মাষ্টমী শুধু ধর্মীয় আচার নয়, বরং ন্যায়-নীতি, সত্য ও মানবতার বিজয়ের প্রতীক। শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম আজও সমাজের জন্য দিকনির্দেশনা।

সরকারও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বাণী দিয়েছেন।

আরও পড়ুন: ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

ভক্তরা বিশ্বাস করেন, শুভ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ নেমে আসে।