তাসকিনের ক্যারিয়ারের কথা ভেবে অভিযোগ প্রত্যাহার করে নিবেন সৌরভ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ এনেছেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ। মিরপুর মডেল থানায় অভিযোগ করলেও তিনি জানিয়েছেন, বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনায় অভিযোগ প্রত্যাহার করবেন।
অভিযোগে বলা হয়েছে, তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখান। তবে তাসকিন বিষয়টি অস্বীকার করেছেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে গুজবে বিভান্ত্র না হওয়ারও অনুরোধ জানিয়েছেন তাসকিন।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
সৌরভ বলেন, তাসকিনের সঙ্গে এখনও পুরোপুরি কথা হয়নি। ওর ক্যারিয়ারের কথা ভেবে অভিযোগ তুলে নেব, তবে আগে আমাদের মধ্যে বিষয়টি স্পষ্ট হতে হবে। তিনি আরও বলেন, আমি মামলা করিনি, শুধু অভিযোগ করেছি। বিষয়টি যাতে তাসকিনের ক্যারিয়ার নষ্ট না করে, সেটাই আমার উদ্দেশ্য। তবে আমার নিরাপত্তাও নিশ্চিত হতে হবে।
তিনি আরো জানিয়েছেন, তাসকিনের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি মিটিয়ে ফেলতে চান তারা। তাসকিন বাংলাদেশে ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু বাইরের কেউ যেন সেটা নিয়ে বাড়াবাড়ি না করে, আমি সেই আশাই করি।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ