রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেপালের কীর্তিপুরে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। শুক্রবার সুপার সিক্সের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

এর আগে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে টাইগ্রেসরা। আজকের ম্যাচে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া সমান বলে ২২ রান করে আউট হন। এরপর শারমিন আক্তার সুপ্তা দ্রুত ফিরলেও ইনিংসের গতি বাড়ান জ্যোতি ও সোবহানা।

চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়ে দলের স্কোর বড় করেন এই দুই ব্যাটার। অধিনায়ক জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান।

আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা জানালো বিসিসিআই

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। প্রথম বলেই মারুফা আক্তারের শিকার হন ডার্সি কার্টার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা।

স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিং ও মারুফার গতির সামনে টিকতে পারেনি তারা। আট নম্বরে নামা পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান করেন। মেগান ম্যাককল যোগ করেন ২০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থামে স্কটল্যান্ড।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার নেন সর্বোচ্চ ৩ উইকেট, আর স্বর্ণা আক্তার শিকার করেন ২টি।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রান। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে ২৪৯ রানের রেকর্ড জয় পেয়েছিল দলটি। আজকের ১৯১ রান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং ৯০ রানের জয় তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় হিসেবে রেকর্ডে যুক্ত হলো।