ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ফাঁকা স্থানে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গুলিবর্ষণের ঘটনাটি তদন্ত শুরু করেছে।





