যানজট ও দুর্নীতিমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চায় পুলিশ সুপার

ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব জাবেদুর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় যানজট নিরসনকল্পে অভিযান পরিচালনা করা হয় , সদর থানার সামনের ফকিরাপুল ব্রিজ হইতে অভিযান শুরু করেন। এই সময়ে জেলা প্রশাসনের ডিডিএলজি মোঃ রুহুল আমিন (উপ সচিব) এবং পুলিশ সুপার দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করেন যে , তিনি দুর্নীতি এবং যানজটের বিরুদ্ধে জিরো টলারেন্স।
এই শহর পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত একটি সুন্দর শহর হিসেবে গড়ে উঠবে । এই বিষয়ে দৃঢ়তার সঙ্গে উপসচিব রুহুল আমিন আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: ডিএমপির সকল থানায় এখন থেকে অনলাইনে জিডি
এই সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন , সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাফর সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ।