ডিএমপির সকল থানায় এখন থেকে অনলাইনে জিডি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশি সেবা সম্মানিত নগরবাসীর দোরগোড়ায় পৌঁছাতে ডিএমপির ৫০টি থানায় শুরু হয়েছে ঘরে বসেই অনলাইনে জিডি সেবা।

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ। ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

ঢাকা মহানগর পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: বাংলাদেশ তাঁত বোর্ড অফিসার্স এসোসিয়েশন নির্বাচন, সভাপতি মোহাম্মদ বায়েজীদ ভূঞা

অনলাইন জিডি করার বিস্তারিত নিয়ম:

• নিবন্ধন:

গুগল প্লে স্টোর হতে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড অথবা অনলাইন জিডি পোর্টালে (gd.police.gov.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

• আবেদন:

নিবন্ধন সম্পন্ন করার পর, পোর্টালে লগ ইন করুন।

"নতুন জিডি আবেদন" বা এই ধরনের অপশনটিতে ক্লিক করুন।

যে বিষয়ে জিডি করতে চান, তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য যেমন—বিবরণ, স্থান, তারিখ ইত্যাদি পূরণ করুন।

যদি কোনো জিনিস হারিয়ে গিয়ে থাকে, তার বিবরণ এবং শেষ কোথায় দেখা গেছে, তার তথ্য দিন।

ছবি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে আপলোড করুন।

• জমা দেওয়া:

আবেদনপত্রটি ভালোভাবে দেখে, “জমা দিন” বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।

• অবস্থা জানা:

আপনার জিডির সর্বশেষ অবস্থা পোর্টালে লগ ইন করে জানতে পারবেন।

জিডি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য, তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

• অনলাইন জিডি করার জন্য কোনো ফি লাগে না।

• হারিয়ে যাওয়া জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করুন।

• আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিক দিন, যা পরবর্তীতে যোগাযোগের জন্য প্রয়োজন হবে।