সিলেট-বরিশালে নতুন কমিশনার, ৫ জেলায় নতুন এসপি নিয়োগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবা ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রত্যাহার হওয়া বরিশাল, সিলেট পেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন। একই প্রস্তাবে মোট চোদ্দ জন পুলিশ কর্মকর্তা বদলির আদেশ রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায় তাদের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার বিকালে সিলেট পেট্রোপলিটন পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার প্রস্তাবনা দেয়। একই সাথে নোয়াখালী হবিগঞ্জ সাতক্ষীরা পিরোজপুর ও মেহেরপুর জেলায় নতুন নিয়োগ দেয়। অপরদিকে উক্ত পাঁচ জেলা থেকে পুলিশ সুপারদের প্রত্যাহার করে অন্যত্র পদায়ন করে।
আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির
নির্বাচন কমিশন সূত্র জানায় বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনা মোতাবেক ফাইলটি কমিশনের পাঠানো হয়। রাতে কমিশন উক্ত প্রস্তাবনা অনুমোদন করে বলে জানা গেছে। কমিশন সূত্র জানা যায় শিল্প পুলিশের ডিআইজি জাকির হোসেন খান কে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও মেট্রোরেলের ডিআইজি জিয়াদুল কবিরকে বরিশাল মেট্রোপলিটনের কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার আখতার হোসেন কে। সাতক্ষীরা পুলিশ সুপার করা হয়েছে স্পেশাল বাঞ্চের বিশেষ পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী কে। এস বীর বিশেষ পুলিশ সুপার আসাদুজ্জামান কে নোয়াখালীতে পুলিশ সুপার। পিবিআই এর বিশেষ পুলিশ সুপার ফেনী শরিফুল ইসলামকে পিরোজপুর জেলার পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির সিটি টেসির উপ-পুলিশ কমিশনার নাজমুল হককে মেহেরপুর জেলানিয়োগ দেয়া হয়েছে। একই সাথে হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী ও সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুজ্জামানকে ডিএমপিতে বদলি করা হয়েছে ।