মালিবাগের ফরচুন মলে জুয়েলারি দোকানে চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও
রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্র্ধষ চুরির অভিযোগ উঠেছে। ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটি থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে একদল চোর শম্পা জুয়েলার্সের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ জানিয়েছে, প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা এখনো এই দাবির সত্যতা যাচাই করছি। তবে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সিআইডির টিম ঘটনাস্থলে কাজ করছে।”
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই
পুলিশের হাতে আসা প্রাথমিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে দুইজন ব্যক্তি বোরকা পরে শম্পা জুয়েলার্সে প্রবেশ করে শাটারের তালা কেটে স্বর্ণ চুরি করে।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, “আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে ৪০০ ভরি দোকানের এবং ১০০ ভরি বন্ধকি স্বর্ণ। এছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।”
তিনি আরও জানান, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। সকালে দারোয়ানের ফোনে জানতে পারি দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব নিয়ে গেছে চোর।”





