ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মহাখালীস্থ এসকেএস টাওয়ারে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।
“Accountability Today for Sustainability Tomorrow”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে ২০২৬ সালের কর্মপরিকল্পনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ
সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, মানবসম্পদ ও সাপ্লাই চেইন পরিচালক কর্ণেল মো. ইফতেখার আহমেদ (অব.), চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ইনচার্জ সৈয়দ হাসিবুল হক (হাসিব)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিকল্প নেই। এ লক্ষ্যে হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
সম্মেলনে রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি প্রশস্ত ও আধুনিক নতুন বহির্বিভাগ (OPD) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বহির্বিভাগে দিন-রাত একসঙ্গে বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়।
সম্মেলন শেষে হাসপাতালের উন্নয়ন ও সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন কর্মকর্তাকে স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।





