কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিসহ দুই কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত এক বন্দিসহ দুই কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. জাহিদ মিয়া (৭৫) এবং আনিস (৬২)।
আরও পড়ুন: গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা উদ্ধার, বিপুল জাল নোটসহ গ্রেপ্তার ৩
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি মো. জাহিদ মিয়া গত ২২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে বহিরাগত শিশু-কিশোরদের সঙ্গে অসদাচরণের অভিযোগ
জাহিদ মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে। তার বাবার নাম মৃত আশিক উল্লাহ। তিনি ২০১৭ সালের নভেম্বরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন।
অন্যদিকে, একই কারাগার থেকে অসুস্থ অবস্থায় কয়েদি আনিসকে গত ২৪ জানুয়ারি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
আনিসের বাবার নাম চেরাগ আলী। তবে তার ঠিকানা ও মামলার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।





