ঈদে আদার দাম ৪০০ টাকা!

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ২৭ জুন ২০২৩ | আপডেট: ৬:২৩ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোরবানি ঈদে নানা পদের মাংস রান্নায় আদার প্রয়োজন হয়। ফলে মানুষ আদা ক্রয় করে বেশি। ক্রেতার এই চাহিদাকে কাজে লাগিয়ে রাজধানীর বাজারগুলোতে রবিবার থেকেই আদার দাম বাড়তে শুরু করে। পূর্বে কিছুটা কম দামে কেনা আছে বলে কেউ কেউ কেজি প্রতি আদা ৩৪০-৩৬০ টাকায় বিক্রি করলেও বহু দোকানে আদার দাম এখন ৪০০ টাকা।

তবে এক মাস আগে আদার দাম বেড়ে প্রতি কেজি ৫০০ টাকা হলেও ধীরে ধীরে তা কমে কেজি ২০০ টাকা হয়। এবার আবারও দাম বেড়ে কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে ৩৬০-৪০০ টাকায়।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

সোমবার (২৬ জুন) বাজারে প্রকার ভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় রসুন কেজি প্রতি ১৮০ টাকা ও দেশি রসুন ১৬০ টাকা আর আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

আদার দাম বৃদ্ধির প্রশ্নের জবাবে এক ব্যবসায়ী বলেন, বিদেশি আদা আসা গত একমাস ধরে বন্ধ। অন্যদিকে কোরবানির ঈদে চাহিদা বৃদ্ধি পেলেও যোগান সেই অর্থে বাড়েনি। ফলে দাম বৃদ্ধি পেয়েছে। আমার কাছে এখনও আগের কেনা আদা ছিল, সেজন্য ৩৬০ টাকায় বিক্রি করছি। কালকে থেকে ৪০০ টাকায় বিক্রি করতে হবে। অনেক দোকানে এখনই ওই দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

সেগুন বাগিচার ব্যবসায়ী আশরাফুল বলেন, আজকের পাইকারি মার্কেটেই আদার দাম বেশি। ঈদের কারণে চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে শুনেছি।