চবিতে ভাষা দিবসের ১১টি প্ল্যাকার্ডে বানান ভুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বসানো ভুল বানানের প্ল্যাকার্ডগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। সেখানে থাকা ১১টি প্ল্যাকার্ডিই ভুল বানান দেখা গেছে।

দেখা যায়, এসব প্ল্যাকার্ডে ‘বাংলাদেশের’ শব্দটি ‘বাংলাশের’, ‘কুঁড়ি’ শব্দটি ‘কুঁডি’, ‘ফেব্রুয়ারি’ শব্দটি ‘ফেব্রয়ারি’, এবং ‘তুমি’ শব্দটি ‘তুাম’ লেখা হয়েছে। এছাড়া, ‘একুশ মানে মাথা নত না করা’ বাক্যটিকে ‘একুশ মানি মাথা নথ না করা’ হিসেবে লেখা হয়েছে।

আরও পড়ুন: রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

এই কাজের তত্ত্বাবধানে থাকা প্রকৌশল দপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘কাজগুলো করার জন্য যে সময়ের প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। তাই তাড়াহুড়ো করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমরা আর্টম্যান দিয়ে এগুলো সংশোধন করছি’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ত্রুটিযুক্ত প্ল্যাকার্ডগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এমন ভুল হয়েছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ