ঢাবিতে আবারো ধরা পড়লো ভুয়া শিক্ষার্থী!

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৩ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হলে ভুয়া শিক্ষার্থী পরিচয়ে অবস্থানের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হলের কয়েকজন শিক্ষার্থী তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।

আটক যুবকের নাম হোসনে মোবারক ফরহাদ। তিনি শিক্ষার্থী পরিচয়ে হলে অবস্থান করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। ফরহাদের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে ওই পরিচয়পত্র তৈরি করে তিনি রাতের বাসে যশোর থেকে ঢাকায় আসেন এবং এক বন্ধুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে হলে অবস্থান নেন।

আরও পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি’ আখ্যা দেওয়ার প্রতিবাদে জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকালে হলে অবস্থানরত শিক্ষার্থীরা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাকে আটক করে প্রক্টোরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিষয়টি বিবেচনায় নিয়ে এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগের পর লিখিত মুচলেকা গ্রহণ করে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় নিয়মিত নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সিকৃবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল