জকসুর ভোট গণনা স্থগিত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩২ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভোট গণনায় ব্যবহৃত মেশিনে কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন জকসু নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

আরও পড়ুন: শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

তিনি বলেন, “ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠান থেকে ছয়টি মেশিন সংগ্রহ করা হয়েছিল। তবে কারিগরি সমস্যার কারণে একই ব্যালটে ভিন্ন ফলাফল আসছে। বিষয়টি সমাধান না হওয়ায় আপাতত ভোট গণনা স্থগিত করা হয়েছে।”

নির্বাচন কমিশনার আরও জানান, কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি

এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। পরে ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হলে দুটি মেশিনে ভিন্ন ফলাফল দেখা যায়, যা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরও সমাধান করা সম্ভব হয়নি।

সবশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জকসু নির্বাচন কমিশন বাধ্য হয়ে ভোট গণনা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়।