গাজীপুরে একটি আসন বাড়ছে, বাগেরহাটে কমছে: নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার সংখ্যার ভিত্তিতে গাজীপুর জেলায় একটি সংসদীয় আসন বাড়ানো এবং বাগেরহাট জেলায় একটি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ৯৮ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৯ লাখের বেশি কর্মকর্তা
তিনি বলেন, “ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণের কাজ করা হয়েছে। যেখানে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে একটি আসন বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি কমিটি। আর যেখানে সবচেয়ে কম, সেখান থেকে একটি আসন বাদ দেওয়ার প্রস্তাব এসেছে।”
তিনি আরও জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। এই কাজে কমিশন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে, একটি টেকনিক্যাল টিম গঠন করে এবং নানামুখী দিক বিবেচনায় এনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: আগামী নির্বাচনে ‘না ভোট’ থাকছে: নির্বাচন কমিশনার
২০২২ সালের জনশুমারির তথ্য ও সংশ্লিষ্ট অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে সীমানা পুনর্নির্ধারণের এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।