রেকর্ড গড়লেন শাহরুখ খান!

রেকর্ড ভেঙে রেকর্ড গড়লেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। এক বছরের মধ্যেই ‘পাঠান’ এর পর ১০০০ কোটির মাইলফলকে পৌঁছল শাহরুখ খানের আরো একটি সিনেমা ‘জওয়ান’। আর এ রেকর্ড গড়ার মাধ্যমেই ক্যারিয়ারের সেরা ইতিহাস গড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর ভাঙছে পুরনো সব রেকর্ড। রেকর্ড ভাঙার দৌঁড়ে মাত্র কয়েক দিন আগেই নিজের অতীতের রেকর্ড ভেঙে দিয়েছিলেন শাহরুখ। রাজকীয় কায়দায় আবারও নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন কিং খান।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতীয় বাজারে ‘পাঠান’ সিনেমাকে হারিয়ে দিয়ে শীর্ষের তালিকায় এগিয়ে যায় ‘জওয়ান’ সিনেমা
বক্স অফিসের রিপোর্ট বলছে, সম্প্রতি ‘জওয়ান’ সিনেমা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। শুধু তাই নয়, মুক্তির মাত্র ১৮ দিনেই দর্শকদের কাছ থেকে হাজার কোটি টাকা ঘরে তুলতে পারায় ‘পাঠান’ সিনেমার আরেকটি রেকর্ডও ভেঙে দিয়েছে ‘জওয়ান’ সিনেমাটি।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
‘পাঠান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ২৭ দিনে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল। অন্যদিকে ‘জওয়ান’ সিনেমা তা মাত্র ১৮ দিনেই করে দেখিয়েছে। তাই সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমার তালিকায় এখন শীর্ষে অবস্থান করছে ‘জওয়ান’।
শাহরুখ খানই একমাত্র তারকা, যিনি মাত্র ৯ মাসের মধ্যে দু দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়ে বলিউডে নজির গড়া ইতিহাস গড়লেন।