আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা, কার্যক্রম নিষিদ্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৫ আগস্টের প্রেক্ষাপটে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকেই কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কঠোর অবস্থান দেখা গেছে।

পুলিশ নিশ্চিত করেছে যে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কোনো নেতাকর্মী যেন এই এলাকায় জড়ো হতে না পারে, সে জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত গুলিস্তান বা তার আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

উল্লেখ্য, এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় শহিদ আবরার ফাহাদ অ্যাভিনিউও রয়েছে।