রণবীর সিংয়ের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসন এবং বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের নাচের ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের রাজস্থানের উদয়পুরে একটি জমকালো বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে নাচতে দেখা যায়।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

উদয়পুরের এই মেগাবাজেট বিয়ে ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। আমন্ত্রিত অতিথি হিসেবে বাগদত্তা বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি বেটিনার হাত ধরে নিজের জনপ্রিয় সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-র হিট গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচে অনুপ্রাণিত হয়ে বেটিনাও যোগ দেন এবং মঞ্চ মাতিয়ে তোলেন।

মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে হাততালি দিতে দেখা যায় ট্রাম্প জুনিয়রকে। এ উচ্ছ্বাসও ভিডিওর জনপ্রিয়তা বাড়িয়েছে। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের এই নাচের দৃশ্য, যা নিয়ে চলছে নেটদুনিয়ার সরব আলোচনা।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন এবং তারা খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

অন্যদিকে, রণবীর সিং বলিউডে তার উচ্ছ্বসিত উপস্থিতি, প্রাণবন্ত পারফরম্যান্স ও নাচের জন্য বিশেষভাবে পরিচিত। অক্ষয় কুমারসহ বহু তারকা তার এই গুণের প্রশংসা করে থাকেন।