ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, একদিনে নতুন আক্রান্ত ৯৪২

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ২৪৯ জনের প্রাণহানি ঘটল।

এ সময়ের মধ্যে নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৬০ হাজার ৭৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি এলাকার বাসিন্দা।

একই সময়ে ৮৯১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৬৫ দশমিক ৩ শতাংশই পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ২৫ বছর বয়সী তরুণরাই আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি।

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বাড়তি সতর্কতা জারি করার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা।