পোস্টারে হিজাব ছাড়া অভিনেত্রীর ছবি, ইরানে ফিল্ম ফেস্টিভ্যাল নিষিদ্ধ

পোস্টারে হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি শোভা পাওয়ার কারণে ইরানের কর্তৃপক্ষ একটি ফিল্ম ফেস্টিভ্যাল নিষিদ্ধ করেছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) তাদের আসন্ন ফেস্টিভ্যাল উপলক্ষ্যে একটি পোস্টার প্রকাশ করে। ওই পোস্টারে অভিনেত্রী সুসান তাসলিমির একটি ছবি শোভা পায়। কিন্তু ছবিতে অভিনেত্রী সুসান হিজাব ছাড়া ছিলেন।
আরও পড়ুন: পাকিস্তানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৭
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা শনিবার এক খবরে বলেছে, শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের ১৩তম ফেস্টিভ্যাল বন্ধে সংস্কৃত মন্ত্রী নিজে আদেশ জারি করেছেন। তাদের পোস্টারে হিজাব পরিহিত ছাড়াই অভিনেত্রীর শোভা পেয়েছে যা ইরানের আইন পরিপন্থী।
সাম্প্রতিক সময়ে ইরান হিজাব বিরোধী বিক্ষোভ প্রত্যক্ষ করেছে। কিন্তু দেশটি কঠোর হস্তে এই বিক্ষোভ দমন করেছে।
আরও পড়ুন: ট্রাম্পের শুল্কনীতিতে বিপাকে ভারত, মার্কিন অর্ডারে সুবিধায় বাংলাদেশ
ইরানে ১৯৮৩ সাল থেকে মাথা ও গলা পর্যন্ত আবৃত করে নারীদের এমন পোশাক পরা বাধ্যতামূলক। তবে সাম্প্রতিক সময়ে ইরানের নারীরা হিজাব পরিধানের ব্যাপারে শিথিলতা দেখিয়েছে।