আর্জেন্টিনায় স্পোর্টস ক্লাবের ছাদ ধস, নিহত ১৩

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবলের দেশ আর্জেন্টিনায় বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন। 

শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ক্লাবটির ছাদ ধসে পড়ার সময় সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

বাহিয়া ব্লাঙ্কা শহরের মেয়র ফেদেরিকো সুসবিইয়্যেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইট) নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি জানানো হয়। 

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

বিবৃতিতে রোববার সকালে স্থানীয় বাসিন্দাদের ঘরে ভেতর অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সংস্থার লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এখনও কিছু লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বয়ে যাওয়া রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারণে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।