পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে জড়িত থাকার পর প্রথমবারের মতো ভারতের সফরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানিয়ে লালগালিচা সংবর্ধনা দেন। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে মোদি আবেগাপ্লুত হয়ে পুতিনকে জড়িয়ে ধরেন। এরপর একই গাড়িতে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে পুতিন মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে মোদি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেছেন।

শুক্রবার সকালে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। দুপুরে হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক আলোচনা এবং দুপুরের খাবার অনুষ্ঠিত হবে। এছাড়া পুতিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

সফরের অংশ হিসেবে রাশিয়ার নতুন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন পুতিন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজন করা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, পুতিন এই সফরে বৃহৎ ব্যবসায়ী দলের সঙ্গে ভারত সফর করছেন। রাশিয়ার ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বৈঠক করবেন।