মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
মেয়র মামদানি এই হামলাকে যুদ্ধের সমতুল্য পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “নগ্নভাবে অন্য দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা শুধুমাত্র সেই দেশের জনগণের ওপর প্রভাব ফেলে না, বরং এর প্রভাব নিউইয়র্কবাসীদের জীবনেও পড়ে। বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত ভেনেজুয়েলান অভিবাসীরা এ ধরনের পদক্ষেপে সরাসরি ক্ষতিগ্রস্ত হন।”
আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নববর্ষের প্রথম দিনে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। মামদানি আরও বলেন, মাদুরো ও তার স্ত্রীর আটক শুধু আন্তর্জাতিক আইন নয়, দেশীয় আইনও লঙ্ঘন করছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী





