শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
গুম ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে হাজিরের জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে গুম-সংক্রান্ত দুই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা: হাইকোর্ট
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
সকালে তিন মামলার আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আদালতের কাছে পলাতক আসামিদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানান।
শুনানি শেষে আদালত বলেন, যেহেতু আসামিরা এখনও আদালতে হাজির হননি, তাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের হাজিরের সুযোগ দিতে হবে।
আদালত আরও নির্দেশ দেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত তারিখে যদি কেউ উপস্থিত না হন, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) ও জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) সেলে গুম-খুনের অভিযোগে তিনটি মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের হয়।
এসব মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে কিছু সেনা কর্মকর্তা বর্তমানে হেফাজতে আছেন এবং বাকি আসামিরা পলাতক।





