হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় পড়া শুরু হয়।

রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের সরকারি ফেসবুক পেজ থেকেও রায় পড়ার কার্যক্রম সরাসরি দেখানো হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা: হাইকোর্ট

এ ছাড়া ঢাকার দশটি পয়েন্টে বড় পর্দায় রায় দেখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ জড়ো হয়ে রায় ঘোষণা প্রত্যক্ষ করছেন।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ রয়েছে বলে প্রসিকিউশন পক্ষ জানায়। তবে এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আজকের রায়ের মাধ্যমে জানা যাবে।

আরও পড়ুন: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট