১৫ জুন কানেক্টিকাটে এনপিজেএ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৫ | আপডেট: ১:৪৮ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৫ জুন ২০২৫ নিউজপোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে “বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা শীর্ষক সেমিনার ও ৩ মে এনপিজেএ এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও সংবর্ধনা অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্টে অনুষ্ঠিত হয়েছে।

এনপিজেএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও brahmanbaria2usa.com এর সম্পাদক ও প্রকাশক আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, মূলধারার রাজনীতিক ও কলামিস্ট এম এ সালাম।

আরও পড়ুন: গণহত্যায় হাসিনার সহযোগী ৩১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

অতিথিদের বক্তব্যে উল্লেখ্য করা হয় আগামীতে নিউজপোর্টালের কার্যক্রমকে আরো গতিশীল এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার ও সততা মাধ্যমে নিরপেক্ষ ভূমিকা পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হবে। আন্তর্জাতিক পর্যায়ে মাল মানসম্মত নিউজ এবং বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে বিশ্ব পরিমণ্ডলে সাংবাদিকদের মানসম্মান জীবন যাপন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের ভাই ও বোনদের নিষ্ঠার ও সততার এবং নিরপেক্ষ সংবাদ প্রচারের আহ্বান জানানো হয় উপস্থিত সিনিয়র সাংবাদিকদের বক্তব্য যারা প্রধান করেন প্রধান অতিথির, রতন তালুকদার, সম্পাদক, সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেল ।

বিশেষ অতিথি, মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, সভাপতি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও কন্ট্রিবিউটিং এডিটর নিউইয়র্ক কাগজ ডটকম। বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক রিমন ইসলাম, পরিচালক, আইটিভি ও সোশ্যাল মিডিয়া এবং পোট‍্যাল জানালিষট । বিশেষ অতিথি, আফরোজা ইসলাম, সম্পাদক, নিউইয়র্ক কাগজ ডটকম । বিশেষ অতিথি, শহিদ রাজু , নির্বাহী সম্পাদক, প্রবাসমেলা ডটকম । বিশেষ অতিথি, সাংবাদিক,হেলাল মাহমুদ সমাজিক সংগঠন ও সহ – সভাপতি এনপিজেএ ও সম্পাদক, মুক্তকণ্ঠনিউজ এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট । বিশেষ অতিথি বাংলাদেশ এসোসিয়েশন অব কানেকটিকট বাকের সাধারণ সম্পাদক ও সমাজিক সংগঠক হুমায়ন আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি আয়েশা আক্তার রুবি , সহ – সভাপতি, এনপিজেএ, সম্পাদক আইবিএননিউজ২৪. কম ।

আরও পড়ুন: কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বিশেষ অতিথি, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) সাবেক সভাপতি জালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সমাজিক ব্যক্তিত্ব ও সমাজিক সংগঠন ময়নুল হক হেলাল বিশেষ অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাঁকের উপদেষ্টা জুনায়েদ এ খান ।

বিশেষ অতিথি, সোহেল চৌধুরী, সম্পাদক, কালের কালের সংবাদ ডটকম । বিশেষ অতিথি সাংবাদিক মো. নাসির , সহ সভাপতি এনপিজেএ ও সম্পাদক, এনজেবিডিনিউজ এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট । বিশেষ অতিথি কবি সাহিত্যিক ও লেখক প্রাবনিধক এবিএম সালেহ উদ্দিন, সহ- সভাপতি এনপিজেএ এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট । উপস্থিত ছিলেন, বাঁকের সাংগঠনিক সম্পাদক সমাজিক তারেক আহমেদ ফরিদ , জাহাঙ্গীর ভূঁইয়াসহ আরো সমাজিক সংগঠন নেতৃবৃন্দ ।